করোনা সংক্রমণ ঠেকাতে দশমিনায় র্যাবের মাইকিং
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে পটুয়াখালীর দশমিনায় র্যাবের মাইকিং। শনিবার বিকাল ৫টায়। পরে উপজেলার জনগুরুত্বপূর্নস্থানসহ বিভিন্ন সড়কে মহড়া ও মাইকিং করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে কাজ করে যাচ্ছে র্যাব।
এ সময় র্যাব সদস্য হ্যান্ড মাইকে বলেন, অকারনে বাড়ির বাড়িরে নামবেননা। আপনার সচেতনায় করোনার প্রতিরোধ । সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। যেখানে সেখানে কফ ও থু-থু ফেলবেন না। হাত দিয়ে মুখ চোখ ও নাক স্পস্য থেকে ভিরত থাকুন। ইতিমধ্যে আক্রন্ত এমন ব্যাক্তিকে এরিয়ে চলুন। হাচি কাশির সময় টিসু বা কাপড় দিয়ে নাক মুখ ডেকে ফেলুন। ব্যবহারিত টিসু-কাপড় ডাকনাযুক্ত ময়লা পাত্রে ফেলুন এবং হাত পরিস্কার করুন ।