করোনার আড়ালে লুটপাট বন্ধ করুন: মোমিন মেহেদী
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী আমলা-মন্ত্রী-এমপিদের অধিকাংশ এখনই করোনার আড়ালে লুটপাট বন্ধ করুন। তা না হলে ফলাফল ভালো হবে না। সাধারণ মানুষ সরকারী এই ছুটির ভেতর অর্ধহারে-অনাহারে দিন কাটাতে বাধ্য হয়েছে। কাজে যাবে সেই সুযোগ নেই, আবার সরকার কিছু দেবে, তাও তাদের ভাগ্যে নেই।
যে কারণে নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত অবিরত তাদের পাশে দাঁড়িয়েছে। ২৮ মার্চ বিকেল ৫ টায় আরামবাগ, ফকিরাপুল সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে খাবার সহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা সহ কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।