সাপাহারে তিলনী সরলী দাখিল মাদ্রাসায় শুকরিয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২২
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তিলনী সরলী দাখিল মাদ্রাসার এমপিও ভুক্ত হওয়ায় শুকরিয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা হতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শুকরিয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নাঈম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, অত্র মাদ্রাসার সুপার ফিরুজ হোসেন সহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকগণ, অভিভাবক, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।