বরিশালে ভোর থেকে শুরু ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

প্রকাশিত : ৪ নভেম্বর ২০২২

বরিশালে শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে বাস ও থ্রি-হুইলার মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার পাল্টাপাল্টি ধর্মঘট।ধর্মঘটের কারণে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য জেলার বাসও ঢুকতে দেয়া হচ্ছে না। অন্যদিকে, বন্ধ রয়েছে সিএনজি অটোরিকশা, ইজিবাইকসহ থ্রি-হুইলারও।

পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। যান চলাচল বন্ধ করে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। বাস মালিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে হবে। আর থ্রি-হুইলার মালিকদের চাওয়া, তাদেরকে দিতে হবে সব রুটে চলাচলের অনুমতি।

এদিকে, একই দাবিতে বরগুনাতেও চলছে দু’দিনের বাস ধর্মঘট। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে গতকালের মতো আজও ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

আপনার মতামত লিখুন :