শরীয়তপুরের বিভিন্ন স্থানে নেমেছে সেনাবাহিনী, অকারণে ঘোরাফেরা করলেই ব্যবস্থা
প্রকাশিত : ২৮ মার্চ ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস একটা মরণব্যাধি আকার ধারণ করেছে। যার সংক্রমণ ঠেকাতে শরীয়তপুরে মাঠে নেমেছে সেনাবাহিনী। এতে লোক সমাগম কমতে শুরু করেছে। গত মঙ্গলবার (২৫ মার্চ) সেনাবাহিনী মাঠে নামে এবং জেলার বিভিন্ন স্থানে সেনা সদস্য বহন করা গাড়ি টহল শুরু করে। এতে অনেকেই পালিয়ে নিজের বাসায় আশ্রয় নেয়। যা দৃষ্টিকটু দেখালেও দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।
সেনাসদস্যদের বিকেলে জেলার বাসস্ট্যান্ড, বাজার, জেলার আয়ত্তভুক্ত বিভিন্ন উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে টহল দিতে দেখা যায়। এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইকে জনসমাগম না করার আহ্বান জানান। । জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণে কাজ করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
তিনি আরোও বলেন, সেনাবাহিনী নামার আগে বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্টদের মাধ্যমে অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়। তারা পুলিশ সদস্যদের সহায়তায় প্রবাসীদের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্ট নিশ্চত করেন। এছাড়াও যারা হোম কোয়ারেন্টে না থেকে ঘোরাঘুরি করে তাদের জড়িমানা করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দূরত্ব সৃষ্টির জন্য যেসকল জায়গায় জনসমাগম হয় সেসকল জায়গায় সেনাসদস্য টহল জারি রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা টহল জারি থাকবে। সেনাসদস্যদের টহলের প্রভাব পড়েছে শরীয়তপুরের সর্বাঙ্গে।শনিবার (২৮ মার্চ) সরজমিনে দেখা যায় যে জেলার বিভিন্ন স্থানে লোকসমাগম নেই বলেই চলে।