বগুড়ার আদমদীঘিতে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২২
বগুড়ার আদমদীঘিতে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উজ্জলতা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আব্দুল মজিদ (৪০) ও আশরাফ আলী প্রামানিকের ছেলে ইসলাম (৪৭) পুলিশ জানায়, গত সোমবার (১৭ অক্টোবর) সন্ধায় মাদবদ্রব্য অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির উজ্জলতা গ্রামের ভিতরে জনৈক রাজিব সাখিদারের বাড়ীর পিছনে মাদক বেচাকেনা করছে এমন সংবাদে পুলিশ আভিযান চালিয়ে ৫ শত গ্রাম গাঁজা সহ মাদককারবারী আব্দুল মজিদ ও ইসলাম কে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।