গলাচিপা পৌর এলাকায় জীবাণু নাশক স্প্রে করলেন মেয়র তুহিন

প্রকাশিত : ২৮ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস থেকে শহরকে মুক্ত রাখতে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন শুক্রবার বেলা ১২টা থেকে শহরের সকল রাস্তায় জীবাণু নাষক স্প্রে করেন। কলেজ রোড এলাকা থেকে দুটি ট্রাকের মাধ্যমে এ স্প্রে করা শুরু হয়। পৌর মেয়র আহসানুল হক তুহিন জানান, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।

তাই পৌরসভা পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত জীবণু নাষক স্প্রে করা অব্যাহত থাকবে। এ ছাড়া ডেঙ্গু মৌসুম সামনে সে বিষয় খেয়াল রেখে এখন থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালিয়ে যাচ্ছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আঞ্জুমান আরা করুনা, ওয়ার্ড কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, মো. শাহীন, গোলাম সরোয়ার আখি, শাহিদা পারভীন, পৌর অফিস স্টাফ সবুজ পাল, সঞ্জয় দাস প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :