সিঙ্গাপুরে গা ঘেঁষে দাঁড়ালেই ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ২৭ মার্চ ২০২০

সিঙ্গাপুরে করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে কঠোর আইন জারি করা হয়েছে। দেশটিতে কেউ ইচ্ছাকৃতভাবে কারো গা ঘেঁষে দাঁড়ালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের বিধান জারি করা হয়েছে। প্রতিবেদন এএফপির।

করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এক মিটারের (৩ ফুট) কম দূরত্বে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে।সবধরনের বিনোদন কেন্দ্র, বার, সিনেমাহল এবং বৃহৎ পরিসরের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মূলত: সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতেই সিঙ্গাপুরে এসব পদক্ষেপ নেওয়া হয়। শেষখবর পাওয়া পর্যন্ত সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে। সূত্র : পূর্বপশ্চিম

আপনার মতামত লিখুন :