করোনা নিয়ন্ত্রন ও প্রতিরোধে দিনভর খানসামায় জীবাণুনাশক স্প্রে
প্রকাশিত : ২৭ মার্চ ২০২০
মোঃ মজনু আলম, খানসামা(প্রতিনিধি), দিনাজপুর: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরের খানসামায় দিনভর জীবাণু নাশক স্প্রে করা হচ্ছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাকেরহাট ও খানসামা বাজারে পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে স্প্রে করা হয়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার মো.রোকনুজ্জামান জানান, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক স্প্রে করা হচ্ছে এবং জনগণকে সচেতন করা হচ্ছে নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় যুবকদের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়।