খানসামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রকাশিত : ২৬ মার্চ ২০২০
মোঃ মজনু আলম : বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের ঝুঁকির কারনে জনসমাগম এড়িয়ে সংক্ষিপ্ত আকারে দিনাজপুরের খানসামায় ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২০ পালিত হয়েছে। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধন্নি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন, ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান। এছাড়াও পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।