গলাচিপায় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২৬ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাসের আক্রমন রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করনে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার আবাশন প্রকল্পগুলোতে অসহায়, দিনমজুর ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর এ খাদ্যসামগ্রী বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। এ সময়ে নির্বাহী অফিসার বলেন, বাহিরে বের না হয়ে ঘরে থেকে সঙ্গরোধ করুন, ভালো থাকবেন।
করোনা সংক্রমনে জীবন নিয়ে ঝুঁকির সম্ভাবনা কমে আসবে। এই বৈশি^ক মহামারিতে সরকার জনগনের পাশে আছে। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিন শাহ্, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মাঈনুল ইসলাম রনো, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ। বিতরণ করা ২০ কেজি ওজনের প্রতি প্যাকেটে চাল, ডাল, আলুসহ বিভিন্ন প্রকার খাদ্য সমাগ্রী দেওয়া হয়েছে।