যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন
প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২
রাজধানীর যাত্রাবাড়ীতে আবু বক্কর সিদ্দিক হাবু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাতে শহীদ ফারুক সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ফুটপাতে বিদ্যুতের লাইন বসানোকে কেন্দ্র করে এই প্রাণহানির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছুরিঘাতের পর আবু বক্করকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।