ঝিনাইদহে এবার ঘরে বসেই মোবাইলে মিলবে চিকিৎসা সেবা
প্রকাশিত : ২৬ মার্চ ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: হাসপাতালে ভিড় কমাতে সাধারণ সর্দি-কাশি ও জ¦রের রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১০ জন মেডিকেল অফিসারের একটি মেডিকেল টিম গঠন করেছে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের ১০ জন চিকিৎসকের মোবাইলে কল দিয়ে স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে ভীড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম। ডাঃ সেলিনা বেগম জানান, ঠান্ডা, সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসা পেতে হাসপাতালে ভীড় করা লাগবে না।
ঘরে বসেই বিনামূল্যে এসকল রোগের চিকিৎসা দিবে জেলার ১০জন মেডিকেল অফিসার। এসকল রোগের চিকিৎসা পেতে ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ জাকির হোসেন ০১৯৩৩-১৬৪৯৪৩, ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজ ০১৭১৬-৭০৫৪১৮, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মনজুর ই খোদা সাদী ০১৭১৯-০৪৩১৬৮, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নাজমুস সাজ্জাদ ০১৭৪৯- ১৬১০১৪, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: উষা ইসলাম ০১৮৫৭- ২০৮৮০০,
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাহমুদ হাসান শাওন ০১৫২১- ১১৫২৪৫,ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: আহসানুল হক ০১৯২৬- ৭৫৭৬৭৭, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: এসএম রমিজ উদ্দিন ০১৭২৪- ২২১০২০, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: এসএম আসাদুল্লাহ ০১৭১৯-২৬৮১৭২, ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা: নাফিজ মজিদ ০১৭৩২-৮০৫৪৮৯।