দশমিনায় ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ
প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন এসএম শাহজাদা সাজু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামচ্ছুনাহার খান ডলি, কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদসহ আরো অনেকে।