করোনায় যুক্তরাষ্ট্রে একদিনেই ১৩ হাজারের বেশি আক্রান্ত
প্রকাশিত : ২৬ মার্চ ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে ১৩ হাজার ৩শ৪৭ জন আক্রান্ত হয়েছেন। এতে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫শ ৭২ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ২৪৭ জন মারা গেছেন। আর এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭ জনে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে করোনা রোগের বিস্তার ঘটেছে বেশি। করোনা ভাইরাস ঠেকাতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন এবং ইতালির পর যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে ।