রাঙ্গাবালীতে বার্তা বাজারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ৯ম বর্ষ পেরিয়ে সাফল্যের ১০ম বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় সরকারি নিবন্ধনকৃত অনলাইন পোর্টাল ‘বার্তা বাজার’ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বার্তা বাজারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এসময় “বার্তা বাজার” রাঙ্গাবালী প্রতিনিধি মোঃ সাব্বির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ’র রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি এম সোহেল, সহ-সভাপতি, আনন্দ টেলিভিশন ও খোলা কাগজের রাঙ্গাবালী প্রতিনিধি আল আমিন হিরন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি মাহমুদ হাসান রাজিব, আমার সংবাদ প্রতিনিধি মনিরুল ইসলাম , প্রচার সম্পাদক ও জাগরণ প্রতিনিধি তুহিন রাজ, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মাহমুদ হাসান, ডেল্টা টাইমস প্রতিনিধি এম ইউসুফ আলী, দৈনিক দেশবাংলা প্রতিনিধি এম জিয়াদ, আজকের প্রতিদিন প্রতিনিধি রিফাত মাহমুদ প্রমূখ।