করোনাভাইরাস সংক্রমণ রোধে যানবাহনে স্প্রে করেন পলাশ
প্রকাশিত : ২৫ মার্চ ২০২০
সংবাদ নারায়ণগঞ্জ: করোনাভাইরাস সংক্রমণ রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে জাতীয় শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশ । এ উপলক্ষে (২৫ মার্চ) বুধবার দপুপুরে ফতুল্লা আলীগঞ্জস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে জীবানুনাশক স্প্রে করেছেন পলাশ। এটি যানবাহন জীবানুনাশক করতে খুবই উপকারী বলে জানান তিনি।
এসময় নারায়ণগঞ্জবাসীকে করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা ও বিভিন্ন নির্দেশনা মেনে চলার আহŸান জানিয়ে পলাশ বলেন, সরকারের নিয়ম কানন জনগনকে অবগত করাই আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। আমি এলাকাবাসীকে অনুরোধ জানাব আপনারা সরকারি দিক নির্দেশনা মেনে চুলন এবং জনসমাগম এড়িয়ে চলুন। আমরা একটু সচেতন হলেই এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।
তিনি বলেন, আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করবো অযথা বাহিরে ঘোরা-ফেরা না করে বাড়িতে থাকুন এবং সেই নির্দেশনাগুলো আপনারা মেনে চলুন। নির্দেশ মোতাবেক আপনারা কাজ করুন আশা করি আমরা একসাথে এই দুর্যোগের মোকাবেলা অবশ্যই করবো। এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, শামীম, ফারুক আকন প্রমুখ।