মাগুরায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন
প্রকাশিত : ১০ আগস্ট ২০২২
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে মাগুরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচিতে অংশ নেন মাগুরা জেলা জাসদের সহ সভাপতি মিয়া ওয়াহেদ কামাল বাবলু। শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা এই মানবন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ভর্তূকি কমানো নয়, সকল দূর্নীতি বন্ধ করে জ্বালানি তৈলের ভুলনীতি ও দূর্নীতি জনগণের উপর না চাপিয়ে সরকার এর দায় নিয়ে দ্রুতই জ্বালানি তৈলের মূল্য কমানোর আহবান জানানো হয়।