সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন যুবক
প্রকাশিত : ১০ আগস্ট ২০২২
সুন্দরবনের ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের কবলে পড়েন রাজু হাওলাদার নামের এক যুবক। পরে কুমিরের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফেরেন তিনি। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজু হাওলাদার পূর্ব ঢাংমারী এলাকার খ্রিস্টান পাড়ার বাসিন্দা নজির হাওলাদারের ছেলে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সাইফুল বারী জানান, সুন্দরবনের ঢাংমারী খালে মঙ্গলবার দুপুরে গোসল করতে নামেন রাজু হাওলাদার। এ সময় একটি কুমির তার ওপর আক্রমণ করে।
কুমিরটি রাজুর ডান পায়ের হাঁটুর উপরের দিকে কামড়ে ধরে। একপর্যায়ে কুমিরের চোখে আঙ্গুল ঢুকিয়ে দেয় রাজু। চোখে আঘাত পেয়ে কুমিরটি রাজুর পায়ের কামড় ছেড়ে দিলে সে দ্রুত উপরে উঠে আসে। পরে কুমিরটি খালে ডুব দিয়ে চলে যায়। কুমিরের কামড়ে আহত রাজুকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।