রাজধানীর শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪
প্রকাশিত : ৯ আগস্ট ২০২২
রাজধানীর শ্যামপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুরে এ বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে গোসল করতে থাকা শ্যামপুরের সালাম স্টিল মিলের চার শ্রমিক আকাইদ, রতন, রনি, সুনীল দগ্ধ হন। এদের মধ্য রতনের শরীর ২৫ শতাংশ ও সুনীলের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। বাকি দু’জনের শরীর ৫ শতাংশ করে পুড়েছে।
জানা যায়, কাজ শেষে মিল গেটের পাশেই গোসল করছিলেন তারা। এ সময়, পাশে থাকা ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুনের ফুলকি পড়ে তারা দগ্ধ হন। পরে, দ্রুত তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।