গলাচিপা উপজেলায় মৎস্য ভিজিএফ চাল বিতরণ

প্রকাশিত : ২৫ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সর্বত্রে হতদরিদ্র মৎস্যজীবিদের সয়হতা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেয় বাংলাদেশ খাদ্য অধিদপ্তর। বুধবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট জেলে ১২,৬৪১ জন। চাল বিতরণ করেছেন ৬,১৮০ জন জেলেদের মাঝে।

গলাচিপা উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ধলা মাঝি, সাধারণ সম্পাদক নুর সায়েদ মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার সকল জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও গলাচিপা উপজেলায় ৬,১৮০ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় হত দরিদ্রদের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, গলাচিপা উপজেলায় ৬,১৮০ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :