বান্দরবানে চালু হলো ভিকটিম সাপোর্ট সেন্টার
প্রকাশিত : ৭ আগস্ট ২০২২
বান্দরবানে নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে বান্দরবানে চালু হলো ভিকটিম সার্পোট সেন্টার। রবিবার (৭ই আগস্ট) সকালে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে সেন্টারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এসআইডি, সিএসচটি, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নির্যাতিত নারী ও শিশুরা এ সার্পোট সেন্টারের সহযোগিতা নিতে পারবেন। যারা অপরাধ করবে তাদের জন্য ভিকটিম সার্পোট সেন্টার আতঙ্কের বিষয়। নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টারে সহযোগিতা পাবে।
তিনি আরও বলেন, অনেক সময় ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে ক্ষতিগ্রস্থদের থানায় সহযোগিতা পেতে বিলম্ব হয়। সময়ক্ষেপণের কারণে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্থদের দুর্ভোগের শিকার হতে হয়। নারী ও শিশুদের এসব দুর্ভোগ অনেকাংশ লাঘব করবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার।
আয়োজকরা জানান, সহিংসতার শিকার নারী ও শিশুদেরকে যথাযথ সময়ে মানসম্মত সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদেরকে সুরক্ষা প্রদান করা ও তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করা। পুনরায় সহিংসতার শিকার হওয়া থেকে নারী ও শিশুদেরকে সুরক্ষা প্রদান করায় এই ভিকটিম সেন্টারের উদ্দেশ্য।
ধর্ষণ, অপহরণ ও পাচারসহ বিভিন্ন মামলাধীন সহিংসতার শিকার নারী ও শিশু, নির্যাতনের শিকার নারী ও শিশু, নিখোঁজ শিশু, নির্যাতনের শিকার গৃহকর্মী, নির্যাতনের শিকার প্রতিবন্ধী, বাড়ী থেকে পালিয়ে যাওয়া নারী ও শিশুরা ভিকটিম সাপোর্ট সেন্টারে সুযোগ সুবিধা পাবেন বলে জানান পুলিশ সুপার জেরিন আখতার।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জেরিন আখতার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, মোঃ রেজা সরোয়ার, মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, ইউএনডিপির জেলার সমন্বয়ক খুশিরায় ত্রিপুরা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।