করোনা ভাইরাস প্রতিরোধকল্পে দশমিনা হাসপাতালে পিপিই বিতরন
প্রকাশিত : ২৫ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধকল্পে পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং নার্সদের মধ্যে ১০পিস ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরন করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে পিপিই তুলে দেন উপজেলা প্রানি সম্পাদ কর্মকর্তা ডাঃ আবু সাইম আল সালাউদ্দিন।
এসময় আরও উপস্তিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বনি আমিন খান, আগ্রানী ব্যাংক দশমিনা শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর প্রমূখ। পরে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।