রাজধানীর উত্তরার টঙ্গী হ্যান্ড স্যানিটাইজার স্প্রে’র খালি বোতল থেকে বিস্ফোরণ
প্রকাশিত : ৭ আগস্ট ২০২২
রাজধানীর উত্তরার টঙ্গী কামারপাড়া রাজাবাড়ী এলাকার একটি রিকশার গ্যারেজে পুরাতন হ্যান্ড স্যানিটাইজার স্প্রে’র খালি বোতলের বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল ইসলামের নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত দুইটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে, একই ঘটনায় রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মো. আলমের মৃত্যু হয়। মো. আলমের শরীরে ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও ৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়ায় পুরাতন হ্যান্ড স্যানিটাইজার স্প্রের খালি বোতল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।