প্রয়াত অমিত হাবিবের স্মরন সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত : ৬ আগস্ট ২০২২

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: প্রতিষ্ঠাতা দেশরুপান্ত’র সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট প্রয়াত অমিত হাবিবের স্মরনে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।

জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবা’র সভাপতিত্বে স্মরন সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার লিংকন ইউনিভারসিটি’র শিক্ষক সাজ্জাদুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অমিত হাবিবের ভাই ফয়জুল হাবিব রাঙা। অনুষ্ঠান পরিচালনা করেন. জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুজ্জামান।

এছাড়াও স্মরন সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ নানা শ্রেনী পেশার মানুষ। স্মরন সভায় উপস্থিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠাতা দেশরুপান্তর সম্পাদক প্রয়াত অমিত হাবিবের মত একজন খ্যাতিমান সাংবাদিককে হারিয়ে মহেশপুর বাসীসহ আমরা সকলেই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি অপর দিকে প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিকেলে তার নিজ বাড়ীতে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। সেসময় আত্মীয় স্বজন পরিবার পরিজনসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :