চাঁদাবাজির প্রতিবাদে চালকদের বিক্ষোভ ও ধর্মঘট
প্রকাশিত : ৪ আগস্ট ২০২২
জামালপুরের বকশীগঞ্জে মহাসড়কে বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট করেছে ব্যাটারী চালিত অটো চালকরা। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১ টায় দিকে দুই শতাধিক অটোরিকশা চালক দুপুর ১টায় দিকে নঈম মিয়া বাজার ঈদগাহ মাঠে ঘণ্টাব্যাপী ধর্মঘট করেন। ধর্মঘট শেষে বিকাল ৩টায় দিকে তারা উপজেলা পরিষদ চত্বরে একত্রে হয়ে ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান করেন ।
অটো চালকরা জানান, বকশীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মালিবাগ, নঈম মিয়ার বাজার, সারমারা বাজার হয়ে তারাটিয়া বাজার পর্যন্ত যেতে হলে একজন অটোচালককে ৭ থেকে ৮ জায়গায় চাঁদা দিতে হয়। অটো ড্রাইভার সুমন মিয়া জানান, বকশীগঞ্জ যেতে সারমারা ২০, বকশীগঞ্জ ২০, বাসস্ট্যান্ড ১০, কামালপুর ১০, লাউচাপরা ১০ টাকা করে দিতে হয় আমাদের।
অটোচালক মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ও থানা পুলিশের নিকট সহযোগীতা চাই। আরাফাত মিয়া জানান, ধর্মঘটের কারণে হাসপাতালে রোগি নিয়ে যেতে পারছি না আমরা।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, এখনও কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা দৈনিক অধিকার কে জানান, তাদের সাথে আমার দেখা হয়নি। যদি অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।