করোনাভাইরাস: হাসপাতালে ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি

প্রকাশিত : ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনার দুটি হাসপাতালে ১০ লাখ ইউরো দিয়েছেন মেসি। বার্সেলোনার ‘হসপিতাল ক্লিনিক’ এক টুইটে সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ের সাহায্য পাওয়ার কথা জানায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল সিটির কোচ গুয়ার্দিওলা ১০ লাখ ইউরো “বাংলাদেশি প্রায় সাড়ে ৯২ কুটি টাকা” দিয়েছেন স্পেনের মেডিকেল কলেজ অব বার্সেলোনা ও আনহেল সোলের দানিয়েল ফাউন্ডেশনের একটি ক্যাম্পেইনে। ইউরোপে ইতালির পর করোনাভাইরাসে সবচেয়ে বাজে অবস্থা স্পেনে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬৯৬ জন।

 

আপনার মতামত লিখুন :