কলাপাড়া থানার ওসি’র ব্যতিক্রমি উদ্যোগ
প্রকাশিত : ৩ আগস্ট ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি মো.জসিম’র একটি ব্যতিক্রমি উদ্যোগ। হতদরিদ্র মানুষের সহায়তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তিন হাজার মাছের পোনা অবমুক্ত করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রের পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এসময়ে সিকদার মৎস্য হ্যাচারির মালিক পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুর্তুল্লাহ্ সৌরভ শিকদার, ইউপি সদস্য মো.মহাসিন, ওই আশ্রয়ন কেন্দ্রের সভাপতি মো.জামাল হোসেনসহ পুলিশ সদস্য ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া থানা ওসি মো. জসিম বলেন, ব্যক্তিগত উদ্যেগে এ মাছের পোনা অবম্ক্তু করা হয়েছে। এই মাছ বড় হলে আশ্রয়ন কেন্দ্রের হতদরিদ্র মানুষের উপকারে আসবে বলে তিনি জানান।