পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত : ১ আগস্ট ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এমাদুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সারে আটটার দিকে উপজেলার মহিপুুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এমদাদুল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সে বৈদ্যুতিক মটার দিয়ে ক্ষেতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে তিনি জানান।