জ্বালানি সংকট না থাকলে লোডশেডিং কেন: মির্জা ফখরুল
প্রকাশিত : ২৯ জুলাই ২০২২
জ্বালানি সংকট না থাকলে লোডশেডিং কেন: মির্জা ফখরুল
জ্বালানি সংকট না থাকলে লোডশেডিং কেন হচ্ছে- সরকারের কাছে এ প্রশ্নের জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ সংকট নিয়ে বিক্ষোভ সমাবেশে এ প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ খাতের হাজার কোটি টাকা লোপাটের কারণেই সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মানুষকে বোকা বানালেও আওয়ামী লীগ সরকার ভেতরে ভেতরে ফাঁকা হয়ে গেছে। বিদ্যুৎ সংকট এই মুহূর্তে মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। তাদেরকে আর সুযোগ দেয়া যাবে না।’ এই মুহূর্তে ব্যর্থতার দায় নিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান মির্জা ফখরুল।