বিয়ের দাবীতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম যুবতীর অবস্থান
প্রকাশিত : ২৮ জুলাই ২০২২
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামে বিথি খাতুন নামে এক যুবতী বিয়ের দাবীতে অবস্থান করছেন। বিথির বাড়ি কোটচাঁদপুর উপজেলায়। গ্রামবাসি জানায় প্রেমের সুত্র ধরে বামনাইল গ্রামের অমৃত বিশ্বাসের ছেলে লিংকনের বাড়িতে বুধবার সকাল থেকে অবস্থান করছেন বিথি।
শুধু অবস্থানই নয়, বিয়ে না করা পর্যন্ত তিনি অনশন করে যাবেন। বিথী খাতুন বলেন, আমি মুসলিম স¤প্রদায়ের অসহায় গরীব পরিবারের মেয়ে। আমার পেটে লিংকনের বাচ্চা। আমি ওর সন্তানের মা হতে চলেছি। আমি লাশ হয়ে ফিরবো, কিন্তু ঘরে ফিরবো না।
বিথি বলেন আমাকে বিয়ের প্রলভন দেখিয়ে লিংকন সম্পর্ক করে এখন নয় ছয় শুরু করছে। এদিকে গ্রামবাসি জানিয়েছে বিথি খাতুন আসার আগেই লিংকন ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।