কাউখালীতে আওয়ামী সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ২৮ জুলাই ২০২২
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ সেবা শান্তি প্রগতি যার মূলনীতি গৌরব উজ্জ্বল সাফল্যের ২৮ বছর প্রতিষ্ঠাবার্ষিকী পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে পালিত হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বুধবার বিকালে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহরের আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার, যুবলীগ নেতা পলাশ সিকদার, কাউখালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক আজমল সরদার, যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ রুবেল, যুগ্ন আহবায়ক উত্তম কুমার শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। এছাড়া কাউখালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।