বাংলাদেশের খোলা বাজারে ডলারের বিনিময় মূল্য বেড়ে ১১২ টাকা
প্রকাশিত : ২৭ জুলাই ২০২২
বাংলাদেশের খোলা বাজারে, ডলারের সংকট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যেই, প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে ১১২ টাকা হয়েছে। খোলা বাজারের ডলার ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে ডলারের বিনিময় হার ব্যাপকভাবে বেড়েছে।
রাজধানী ঢাকার মতিঝিল এলাকার একটি এক্সচেঞ্জ হাউসের মালিক আব্দুল মালেক জানান, সোমবার (২৫ জুলাই) তারা প্রতি এক ডলার বিক্রি করেছেন ১০৫ টাকায়। মঙ্গলবার (২৬ জুলাই) তা বেড়ে ১১২ টাকায় পৌঁছেছে; যা এ যাবৎকালের সর্বোচ্চ বিনিময় হার।
বৈদেশিক লেনদেন ও আমদানির এলসি খোলার জন্য, মঙ্গলবার (২৬ জুলাই) বেসরকারি ব্যাংকগুলো ডলার বিক্রি করেছে ১০৩ থেকে ১০৪ টাকা হারে। গত বছরের ২৬ জুলাই, ডলারের মান ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এক বছরে স্থানীয় মুদ্রা টাকার মান ১১ দশমিক ৬৭ শতাংশ কমেছে।
কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, স্বল্প সরবরাহের বিপরীতে ডলারের চাহিদা অনেক বেশি। তারা বলেন, ডলার ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট, টাকার মান হ্রাসের জন্য আংশিকভাবে দায়ী।