কোলাবাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

প্রকাশিত : ২৫ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ৩টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার এই আদালত পরিচালনা করেন।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকা ও মূল্যবৃদ্ধির অপরাধে শেখ এন্টার প্রাইজকে ৫ শত টাকা, নিউ বিশ্বাস স্টোর ১ হাজার টাকা এবং সাহা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশের একটি টিম, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :