জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত : ২৬ জুলাই ২০২২

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের সারপুকুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সারপুকুর এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন।

সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা ’দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :