বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে দু’টি লম্বা লেজী ঘাপড়ি মাছ

প্রকাশিত : ২৬ জুলাই ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে লম্বা লেজী ঘাপড়ি নামের দু’টি মাছ। ইংরেজিতে এর নাম জাভানিজ কাউনোজরে। আর এ মাছের বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা। দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।

দেখতে অনেকটা বাদুরের মতো। তাই স্থানীয়দের কাছে বাদুর মাছ নামেই হিসেবে পরিচিত। সোমবার দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে এ মাছ দু’টি নিয়ে আসে। এর পরে মাছ দু’টি বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানায়, রবিবার দুপুরে এ মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জেলে জাকির প্যাদার জালে ধরা পড়ে। এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায়না। তাই এর চাহিদা নেই। তবে মাছ দু’টি কিনে ঢাকায় পাঠানো হয়েছে বলে মৎস্য ব্যবসায়ী হানিফ পল্লান সাংবাদিকদের জানিয়েছেন।

জেলে জাকির প্যাদা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেললে ইলিশের সঙ্গে এ মাছ দুইটি পায়। আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় সোমবার সকালে ট্রলার নিয়ে আড়ৎ ঘাটে চলে আসে। মাছ দু’টি ৫ হাজার টাকায় বিক্রি করেছেন।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এ মাছ বন্যপ্রানী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী ধরা সর্ম্পূন নিষেধ।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানায়, এ মাছের বাংলা নাম লম্বা লেজী ঘাপড়ি। ইংরেজি নাম জাভানিজ কাউনোজরে। আর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ন অবৈধ। এ বিষয়ে জেলেদের সচেতন করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :