চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তা: দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

প্রকাশিত : ২৬ জুলাই ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তায় হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।সোমবার (২৫ জুলাই) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য জানান। গেল ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতার হলের পাশে এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের দুজন চবি ও বাকিরা হাটহাজারী কলেজের শিক্ষার্থী।

গ্রেপ্তাররা হলেন- চবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩), নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২), দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২) এবং সাইফুল ইসলাম (২৩)। এ ঘটনায় পলাতক রয়েছেন একজন। এছড়া ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত চবির দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন।

আপনার মতামত লিখুন :