করোনাভাইরাস: জলকামান দিয়ে জীবাণুনাশক ছেটাবে ডিএমপি

প্রকাশিত : ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলকামান ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিদিন দুবার জলকামান দিয়ে রাজধানীতে জীবানুনাশক ওষুধ ছেটাবে ডিএমপি। ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, করোনাভাইরাস থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

আগামীকাল থেকে প্রতিদিন দুবার করে জলকামান দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ছিটানো হবে। তিনি আরও জানান, ডিএমপির আটটি জলকামান আটটি ক্রাইম বিভাগে প্রথমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ছিটাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কাজ চলবে।

 

আপনার মতামত লিখুন :