কলাপাড়ায় বাসের চাপায় হেলপারের মৃত্যু
প্রকাশিত : ২৩ জুলাই ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি বাসের চাপায় পিষ্ট হয়ে মো.শহিদুল ইসলাম রানা (৩০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে পৌর শহরের চৌরাস্তা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালি ইউনিয়নের নারকেলি গ্রামের মো.আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও বাস চালক এবং সুপারভাইজার পলাতক রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে কলাপাড়া বাসষ্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার পথে মোল্লা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৯৩৯৯) যাত্রী উঠিয়ে বেপরোয়া গতিতে বাসটি চালানোর সময় হেলপার শহিদুল ইসলামের পা ফসকে গেট থেকে পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মোল্লা পরিবহনে হেলপারের কাজ করতেন ।
কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্ততি চলছে।