চালু হলো ৯৯৯ টাকায় পদ্মাসেতু ভ্রমণ প্যাকেজ
প্রকাশিত : ২৩ জুলাই ২০২২
গৌরব আর সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধনের পর থেকেই একনজর স্বপ্নের এই মেগাস্ট্রাকচার দেখতে মানুষের মাঝে তৈরি হয় ব্যাপক আগ্রহ। যারা শুধু সেতু দেখতে যেতে চান, তাদের জন্য এলো সুখবর। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যেগে চালু হলো পদ্মাসেতু ভ্রমণ প্যাকেজ।
প্রতি শুক্র ও শনিবার প্রতিদিন ৫৮ জন মানুষ পাচ্ছেন পদ্মা সেতু ভ্রমণের সুযোগ। খরচ মাত্র ৯৯৯ টাকা। বাস দুটি ঢাকার আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বিকেল সাড়ে চারটায় ছেড়ে যাবে। সোজা পদ্মা সেতু পার হয়ে যা চলে যাবে ভাঙ্গায়। সেখানে খানিকক্ষণ বিরতির পর আবার ফিরে আসবে ঢাকায়। পথে দু’বার খাবার দেয়া হবে ভ্রমণকারীদের। পর্যটন করপোরেশন বলছে, প্রথম অবস্থাতেই ব্যপক সাড়া পাচ্ছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ভবিষ্যতে আধুনিক সুবিধা সম্বলিত আরও বেশ কিছু বাস আনা হবে। কেউ এ বাসে পদ্মা সেতু ভ্রমণ করতে চাইলে নির্ধারিত কয়েকটি নম্বরে আগে থেকেই ফোন করে টিকিট বুক করতে হবে।