চাকরি দেয়ার নাম করে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২১ জুলাই ২০২২

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৫ বছরের এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার চর সুহরি এলাকার ইব্রাহিম দফাদারের বসতঘরে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে দাবি ভুক্তভোগীর।

গ্রেপ্তার দুইজন হলেন, রিয়াজ হাওলাদার (২১) ও রাব্বি গাজী (২০)। তাদের দু’জনের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আটখালী গ্রামে।

রিয়াজ পেশায় মোটরসাইকেল চালক এবং রাব্বি গাজী রাজমিস্ত্রি। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভিকটিম আসামীদের পূর্ব পরিচিত। চাকরির প্রলোভন দেখিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে, যোগ করেন ওসি।

 

আপনার মতামত লিখুন :