মাগুরায় নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা
প্রকাশিত : ২১ জুলাই ২০২২
মাগুরা পুলিশ লাইনে মাহমুদুল হাসান (২৩) নামে এক কনস্টেবল নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত মাহমুদুল হাসান কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল রাতে ডিউটি শেষ করে পুলিশ লাইনের ব্যারাকে ফিরে যান মাহমুদুল হাসান। পরে আজ সকালে তাঁর নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা এখনই নিশ্চিত করতে পারছি না। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাহমুদুল হাসান আত্মহত্যা করা পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের সাবেক দেহরক্ষী ছিলেন।