কলাপাড়ায় দুই শতাধিক গাছের চারা রোপন করেছে যুবলীগ
প্রকাশিত : ২১ জুলাই ২০২২
কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরন করেছে যুবলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল ১১টায় উপজেলার মহিপুর থানা চত্বরে বৃক্ষরোপন করে তারা।
এসময় স্থানীয়দের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করেন। মহিপুর থানা যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, কেন্দীয় কমিটির নির্দেশে এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। এ ধার অব্যাহত রয়েছে।