অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতকের খরচ রাষ্ট্রকে বহন করতে রিট
প্রকাশিত : ১৮ জুলাই ২০২২
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর জীবন যাপনের খরচ বহন করবে রাষ্ট্র, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সোমবার সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোঃ জাকির হোসেনের বেঞ্চে এই আবেদন করা হয়। এ বিষয়ে মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে।
গত শনিবার ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা সড়কেই প্রসব হয়। বিস্ময়করভাবে বেঁচে যায় শিশুটি। বর্তমানে শিশুটি ময়মনসিংহ লাবীব হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় শিশুটির ডান হাতের দুটি হাড় ভেঙে গেলেও, সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এই ঘটনায় শিশুর দেখা শোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে রবিবার স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে, রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট।