বেনাপোল ঘিবা সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার।
প্রকাশিত : ২৮ জুন ২০২২
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, আজ সকালে মেইন পিলার ২৪ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ঘিবা সীমান্তে ১টি বিদেশী পিস্তল (USA), ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র – গুলি ও ম্যাগাজিন এর সিজার মূল্য ১,০১,৪০০/-(এক লক্ষ এক হাজার চারশত) টাকা।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।