আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
প্রকাশিত : ২৭ জুন ২০২২
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রবিবার (২৬ জুন) তথ্য অধিদফতরের তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই সেতুতে মতরসাইকেলের ঢল নামে। এতে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
রবিবার সারাদিন হাজারো মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত মোটরসাইকেলের চাপে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।