বেনাপোলে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত : ৩ জুন ২০২২

মো. মাসুদ রানা, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের মজ্ঞুর আলীর ছেলে সাইদুল রহমান (৩২), মৃত: তাহাজ্জুদ আলীর ছেলে ইমাদুল ইসলাম (৩৫), শাহাজামান এর ছেলে মেহেদী হাসান (৩৬) ও মজনু হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৪)।

শুক্রবার বিকালে যশোর গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদে বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :