বেনাপোলে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র্যালি
প্রকাশিত : ১৭ মে ২০২২
বেনাপোল প্রতিনিধি: বন্দর নগরী বেনাপোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর দর্শনে শেখ হাসিনার পথচলা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আলম ছালমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার প্রমুখ।