ময়মনসিংহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশিত : ৯ মে ২০২২
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মনোরঞ্জন সাংমা (৬৫) নামে এক বৃদ্ধকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক শিমুল চাম্ভুকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে ওই বৃদ্ধকে খুন করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত মনোরঞ্জন সাংমা বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার সময় মনোরঞ্জন সাংমা নিজের বাড়ির বারান্দায় কয়েকজনের সঙ্গে বসে ছিলেন। হঠাৎ শিমুল চাইনিজ কুড়াল নিয়ে এসে মনোরঞ্জন সাংমার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, শিমুল চাম্ভুকে মাতাল অবস্থায় আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি উলে্টাপাল্টা বলছেন। সুস্থ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।