ঘাটাইলের উইজডম ভ্যালি স্কুলে ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ

প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২

বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ দিয়েছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি। গতাকল রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ১৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের প্রাথমিক শিক্ষার তাত্ত্বিক ধারণা দেয়া হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারিক কৌশল হাতে কলমে শিখানো হয়। বিদ্যালয়ের শিক্ষক নির্মল দে এ প্রশিক্ষণ প্রদান করেণ।

প্রশিক্ষণার্থী ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াশা রহমান রুপ বলেন, ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ পেয়ে তিনি গর্বিত। এর ফলে সে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহপাঠীদের সে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে পারবে, যা তার জন্য গর্বের ও স্বরনীয়। ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালানা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও ঘাটাইল সরকারিগণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোমেন।

 

আপনার মতামত লিখুন :